আজ বুধবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
 / মতামত / দেশের ক্রান্তিলগ্নে জাতিসংঘ মহাসচিবের সফর তাৎপর্যপূর্ণ
দেশের ক্রান্তিলগ্নে জাতিসংঘ মহাসচিবের সফর তাৎপর্যপূর্ণ
রায়হান আহমেদ তপাদার:
Published : Thursday, 20 March, 2025 at 12:47 AM
দেশের ক্রান্তিলগ্নে জাতিসংঘ মহাসচিবের সফর তাৎপর্যপূর্ণজাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কার্যক্রম শুরু হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের মাধ্যমে ১৪ মার্চ। বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তাঁর সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার পদক্ষেপ, দেশের অর্থনৈতিক অবস্থা, রোহিঙ্গা ইস্যু, বিশ্বে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, আঞ্চলিক রাজনীতি ইত্যাদি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেন। তিনি তাঁর সরকারের গৃহীত সংস্কারপ্রক্রিয়া এবং সেসবের বাস্তবায়ন সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে জানান। তিনি উল্লেখ করেন যে ওই সব সংস্কার বাস্তবায়নের ওপর নির্ভর করবে জাতীয় নির্বাচন এ বছর, না আগামী বছর আয়োজন করা যাবে। প্রধান উপদেষ্টা সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নেওয়া সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে এই সংস্কারপ্রক্রিয়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গারা যাতে মায়ানমারের পশ্চিম রাখাইনে তাদের নিজেদের ভিটামাটিতে ফিরে যেতে পারে সে ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা কামনা করেন। তিনি রোহিঙ্গারা যত দিন বাংলাদেশে থাকবে, ততদিন যাতে তাদের জন্য পর্যাপ্ত খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত থাকে সে বিষয়ে নিশ্চয়তা চান। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবেন বলে জানান। তিনি কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, 'পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোনো জনগোষ্ঠী মধ্যে আমি দেখিনি।’

মানবিক সহায়তা কমানো একটি অপরাধ উল্লেখ করে তিনি বলেন যে পশ্চিমা দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় দ্বিগুণ করলেও মানবিক সহায়তা হ্রাস করছে। জাতিসংঘ মহাসচিব জানান যে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন ও তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবেন। জাতিসংঘ মহাসচিব বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বৈঠকে ভূ-রাজনীতি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়েও আলোচনা হয়। ১৫-ই মার্চ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত বলে জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, বৃহত্তর পরিসরে গণতন্ত্র, ন্যায়বিচার এবং সমৃদ্ধির ভবিষ্যতের জন্য জনগণের আশাকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তিনি বলেন, একটি ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ যেহেতু গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে,আমি আপনাকে আশ্বস্ত করছি যে জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা এবং ঐকমত্যে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। সবার জন্য একটি টেকসই এবং ন্যায়সংগত ভবিষ্যত্ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে আপনাদের অবিচল অংশীদার হিসেবে জাতিসংঘের ওপর নির্ভর করতে পারেন।’ মায়ানমারে লড়াই বন্ধ করা ও সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মায়ানমারের সব প্রতিবেশী দেশের চাপ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন।

এটি শুধু বাংলাদেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় এবং মায়ানমারের প্রতিবেশী দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ উল্লেখ করে সম্মিলিতভাবে বিষয়টি সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। আর এ জন্য প্রথম ধাপে সহিংসতা বন্ধ করে একই সঙ্গে এমন কার্যকর ব্যবস্থা গঠন করা, যাতে মায়ানমারে প্রকৃত গণতান্ত্রিক সমাধানের পথ সুগম হয়, যা স্বাভাবিকভাবেই রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনকে সহজ করবে। এ পরিপ্রেক্ষিতে তিনি আরো বলেন, ‘একই সঙ্গে মায়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করতে হবে, যাতে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়'।১৫ মার্চ বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁরা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সৃষ্ট সম্ভাবনা এবং উদ্বেগ নিয়ে খোলাখুলিভাবে কথা বলেন। অপতথ্য আর বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয় নিয়েও আলোচনা হয়। প্রতিনিধি দলের কথায় দীর্ঘদিনের দুঃশাসনের ফলে কাঠামোগত পরিবর্তন হলেও সুশাসন প্রতিষ্ঠা না হওয়ার উল্লেখ করে নারী, ধর্মীয় সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বাংলাদেশের জনগণের এসব অংশের লোকজনের ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়গুলো উঠে আসে। জাতিসংঘ মহাসচিব তাঁদের কথা অত্যন্ত ধৈর্যসহকারে শোনেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জটিল। তবে ব্যবসা, বিনিয়োগের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে।’ তবু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কিছু বিষয়ে তাঁর আরো জানা প্রয়োজন। বিদ্যমান পরিস্থিতি যে জটিল, তিনি এবার বাংলাদেশ সফরে এসে মতবিনিময়ের পর বুঝেছেন। তাই তিনি মনে করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সংলাপ অব্যাহত রাখতে হবে।

রোহিঙ্গা ইস্যুটির দুটি দিক বেশি গুরুত্বপূর্ণ-তাদের জন্মভূমিতে সুষ্ঠু, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থান কালে তাদের জন্য পর্যাপ্ত খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত রাখা। বাস্তবতার ভিত্তিতে বলতে গেলে এই দুই ক্ষেত্রই সংকটে পড়েছে। প্রত্যাবাসন হয় হয় করে সেই যে ঝুলে গেছে, সেই জট খুব তাড়াতাড়ি খুলবে বলে মনে হয় না। মায়ানমারের জান্তা সরকার, সর্বোপরি সেখানকার অভ্যন্তরীণ সহিংস পরিস্থিতি কবে এমন পরিবেশ সৃষ্টি করবে, যাতে রোহিঙ্গাদের সঠিকভাবে প্রত্যাবাসন করা যাবে, তা কেউ বলতে পারবে না। অতএব আমাদের দ্বিতীয় সমস্যার দিকেই দৃষ্টি দিতে হবে, যাতে বাংলাদেশের আশ্রয়ে যত দিন আছে, তাদের অসুবিধা না হয়। তবে এর অর্থ এই নয় যে তাদের প্রত্যাবাসনের প্রচেষ্টা বন্ধ করে দিতে হবে। আমাদের একা নয়, বিশ্ববাসীকে নিয়েই এর সমাধান করতে হবে। তবে বর্তমান আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতিতে বাংলাদেশ কতটুকু এগোতে পারবে সে প্রশ্নটি থেকেই যায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্ব বহন করে। অন্যদিকে তিনি নিজে বিভিন্ন আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের চলমান ঘটনাগুলো যেমন দেখলেন এবং জানলেন, তা জাতিসংঘের বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যত্ সাহায্য-সহযোগিতার সমীকরণ নির্ণয়ে অবশ্যই সহায়ক হবে। আন্তর্জাতিক পরিসরে কাজ করার পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর শরণার্থী শিবিরের জীবনযাপন এর দিকেও নজর রাখতে হবে, যেন তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে। এ ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের শিক্ষার বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে যা একটি বড় চ্যালেঞ্জের বিষয়।

রোহিঙ্গা শরণার্থীদের সন্তানেরাও যেন উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ পেতে পারে সেদিকেও আমাদের নজর দিতে হবে। তা না হলে একটি বিরাট তরুণ সমাজ হতাশাগ্রস্ত জীবনযাপন করবে, যা আমাদের স্থানীয় জনগোষ্ঠী এবং শরণার্থীদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। শরণার্থীদের ব্যবস্থাপনায় অর্থের জোগান একটি বড় চ্যালেঞ্জের বিষয় বাংলাদেশের জন্য। প্রতিবছর অর্থের জোগান কমে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ব্যবস্থাপনার জন্য একটি অশনিসংকেত। তাই যথাযথ জোগানের ব্যবস্থা করাও আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের জন্য খাদ্যসহায়তা কমানোকে ভাল দৃষ্টিতে দেখেন নি। তিনি তাদের সহায়তা বৃদ্ধির জন্য কাজ করার জোরালো আশ্বাস দেন। এমন একটি জটিল অবস্থায় একটি সামগ্রিক, ব্যাপক ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা জরুরি বিষয়। সেখানে বিভিন্ন ধাপে আমাদের কাজ করতে হবে। আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সমস্যা নিয়ে যাওয়া যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, পাশাপাশি তাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে কূটনৈতিক আলাপ চালিয়ে যেতে হবে। এর সঙ্গে শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্যও কাজ করতে হবে, যেন তারা একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে।

লেখক: গবেষক ও কলাম লেখক


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �


 
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়
যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায়
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বাড়ছে টোল আদায়ে টাকার পরিমাণ।গত ২৪ ...
টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
টাঙ্গাইলের বহুল প্রচারিত পাঠক প্রিয় সাপ্তাহিক সমাজ চিত্র পত্রিকার ৩য় বর্ষে পর্দাপণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।২৬ মার্চ বুধবার সকালে ...
একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী
একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা চব্বিশের আন্দোলনকে অতি গুরুত্ব দিচ্ছে, তারা জানে না- একাত্তর আর চব্বিশের পার্থক্য ...
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারি আটক
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারি আটক
সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার ...
পত্নীতলায় মহান স্বাধীনতা দিবস পালিত
পত্নীতলায় মহান স্বাধীনতা দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ...
ঈদ-গরম সামনে রেখে বিক্রি বেড়েছে এসির
ঈদ-গরম সামনে রেখে বিক্রি বেড়েছে এসির
চৈত্র মাসের মাঝামাঝি উদযাপিত হবে ঈদুল ফিতর। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ইঙ্গিত দিচ্ছিল গরমটা এবারও বেশি হবে। দিন-রাতের ...
পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিসাইল হামলা
পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিসাইল হামলা
ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলার দাবি করেছে। গত কয়েক দিনের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে ...
বিএনপির জন্য এবার স্বাধীনতা দিবস উদযাপনের পরিবেশ কেমন?
বিএনপির জন্য এবার স্বাধীনতা দিবস উদযাপনের পরিবেশ কেমন?
দেড় দশক ধরে জাতীয় কর্মসূচি তো দূরের কথা দলীয় কর্মসূচিও স্বাভাবিকভাবে পালন করতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আওয়ামী লীগের নেতাকর্মী ...
নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টি
নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টি
ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. ...
১০
চারদিনের সফরে চীনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার যাত্রা
চারদিনের সফরে চীনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার যাত্রা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ২৬ মার্চ (বুধবার) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
 
স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া, মেলবোর্ন শাখার উদ্যোগে ২৩/০৩/২০২৫ইং রবিবার বিকেল ৫.৩০ ঘটিকায় মেলবোর্ন বাংলাদেশী অধ্যুশিত এলাকা ফুটস ক্রে, মধুমতি ...
বোয়ালখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার -১
বোয়ালখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার -১
চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক ব্যক্তিক গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ...
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
তুরস্কের রাজধানী আঙ্কারাসহ দেশজুড়ে বিক্ষোভের অভিযোগে অন্তত ৩৪৩ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার বিক্ষোভ চলাকালীন তাদের গ্রেপ্তার করা ...
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল
সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল
ঋতুরাজ বসন্তের আগমনে শীত বিদায়ের লগ্নে প্রকৃতি বদলের সঙ্গে সঙ্গে সবুজ পাতার ফাঁকে এখন আমের সোনালি মুকুলের ছড়াছড়ি। সারি সারি ...
শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল
শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল
যুদ্ধবিধ্বস্ত গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল। মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলার পঞ্চম দিনেও ভয়াবহ স্থল হামলা চালিয়েছে দেশটির ‘দানব ...
১০ লাখ টাকার মাছ লুট: শালিসি বৈঠক শেষে ১০ জনকে পিটিয়ে জখম!
১০ লাখ টাকার মাছ লুট: শালিসি বৈঠক শেষে ১০ জনকে পিটিয়ে জখম!
লক্ষ্মীপুরে রাতের আঁধারে একটি জলাশয় থেকে ১০ টাকার মাছ লুট করেছে দুর্বৃত্তরা। এনিয়ে একটি শালিসি বৈঠক হয়। বৈঠক শেষে বাড়ী ...
শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি
শাবনূরের ফেরা নিয়ে সংকট কাটেনি
ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় ও দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে রেকর্ড পরিমান ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিন্তু এখন অভিনয়ে ...
বিশ্ব নেতৃত্বের পালাবদল ও গণতন্ত্রের অবনমন
বিশ্ব নেতৃত্বের পালাবদল ও গণতন্ত্রের অবনমন
বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধের প্রচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি তা কখনোই ওয়াশিংটনকে সামরিক স্বৈরশাসক এবং স্বৈরাচারি শাসকদের সমর্থন করতে বাঁধা ...
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠক
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠক
এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠকে জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা ...
১০
পাকিস্তান সেনাবাহিনীর জন্য গাইলেন আতিফ আসলাম
পাকিস্তান সেনাবাহিনীর জন্য গাইলেন আতিফ আসলাম
পাকিস্তান দিবস (২৩ মার্চ) উপলক্ষে দেশটির সামরিক গণমাধ্যম ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) একটি নতুন দেশাত্মবোধক গান প্রকাশ করেছে। ‘মেরে মাহবুব ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com