![]() ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ইফতারের এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব ও আধুনিক ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে স্মৃতিচারণে মেতে ওঠেন। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ক্যারিয়ারসহ তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট লাইফ বিভাগের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান। তিনি বলেন “প্রাক্তন শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির গর্ব। তাদের অর্জন আমাদের অনুপ্রাণিত করে, আর তাদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের সাফল্য।” রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, “আমাদের রয়েছে ২৫,০০০ এর বেশি অ্যালামনাই। যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। তারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। আমরা তাদের জন্য গর্ববোধ করি। ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মুজিবুল হক সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানান। সময় ও সুযোগ পেলেই প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর সাদিয়া হামিদ কাজী। |