![]() কালাইয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
![]() বুধবার সকাল ১১টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই আয়োজন করা হয়। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিন সরকার। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ইফতেকার রহমান, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাসান আলী, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, উপজেলা জামাআতের আমীর মওলানা মুনসুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার প্রমুখ। |