![]() চট্টগ্রাম মুক্ত স্কাউট গ্রুপের ইফতার
বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :
|
![]() ২৬ মার্চ (বুধবার) গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খসরু পারভেজ, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, এমএ মান্নান, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া, উপজেলা স্কাউট সম্পাদক মো. নুরুল আকতার, যুগ্ম সম্পাদক ফারুক ইসলাম মানিক, স্কাউট লিডার এসএম গোলাম মোস্তফা, পিআরএস সৈয়দ আসিফ মাহমুদ, পিআরএস লাবীব মোহাম্মদ ত্বকী, আবু কাইয়ুম, পাভেল মহাজন, নয়ন দাশ, রুহুল কাদের। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসাইন মাহমুদ, পিএস মামুন হাসান, শাহরিয়ার মাহফুজ ইফতি, মো. আনাস, তাহসিনুল হক, পিএস রিমেল বড়ুয়া, এহছানুল হক নিলয় ও জাহেদুল ইসলাম অমি প্রমুখ। |