![]() বোয়ালখালীতে মাংস ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা
এমরান কাদেরী, বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :
|
![]() বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা সদর বুড়িপুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ । তিনি বলেন, মূল্য তালিকা না রাখায় ও মাংসের দাম দাম বেশি নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মাংস বিক্রেতা মোরশেদুল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলার সময় আদালতকে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশের একটি টিম। |