![]() ইয়েস গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন বার্তা, সিলেট:
|
![]() বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় আর.বি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত ইয়েস একাডেমিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইয়েস গ্রুপের কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকার, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়েস গ্রুপের সিইও মো. নুরুজ্জামান মনি বলেন, “প্রবাসী অধ্যুষিত এই নগরী সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছেন, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ইয়েস গ্রুপের ডাইরেক্টর সাজিবুল ইসলাম, ব্যাংকার মাহফুজুর রহমান এবং লেখক ও সাংবাদিক লোকমান আহমদ। বক্তারা ইয়েস গ্রুপের উদ্যোগ ও সিলেটের তরুণদের জন্য গৃহীত বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। ইফতার মাহফিলে ইয়েস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য যে ইয়েস গ্রুপের সিস্টার কনসার্ন ইয়েস একাডেমি ইতোমধ্যে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক 'টপ পারফর্মার অব সিলেট' অ্যাওয়ার্ড অর্জন করেছে। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও উন্নত ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদেশে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের গাইডলাইনসহ ইংরেজি ভাষা শিক্ষায় ব্যাপকভাবে ভূমিকা পালন করছে ইয়েস গ্রুপের সিস্টার কনসার্ন ইয়েস একাডেমি ও ইয়েস অ্যাসোসিয়েট। |