![]() ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে সাংবাদিক পুত্রের মৃত্যু
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
|
![]() জানা গেছে, ঠাকুরগাঁও সরকারপাড়ার বাসিন্দা স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম আলমের একমাত্র ছেলে অর্ণব(৭) ঠাকুরগাঁও গড়েয়ায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ভাবে সেখানে তাকে ওঝা দিয়ে ঝাঁড়-ফুক করানো হয়। কিন্তু অবস্থা আরো বেগতিক হলে সন্ধ্যায় তাকে ঠাকুরগাঁও ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক বিশাল রহমান বলেন,ঈদের দু'দিন আগে এই মাসুম শিশুটির সাথে টাংগন রেষ্টুরেন্টে একসাথে ইফতার করেছিলাম। এলাকা থেকে ওঝাদের ঝেটিয়ে বিদায় করার সময় এসেছে। সাপে কামড় দেওয়ার সাথে সাথে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসলে হয়তো শিশুটি বেঁচে যেতো। |