আজ শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
 / সারাদেশ / চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: চুনতির জাঙ্গালিয়া এলেই চালকদের হচ্ছেটা কী?
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: চুনতির জাঙ্গালিয়া এলেই চালকদের হচ্ছেটা কী?
নতুন বার্তা, চট্টগ্রাম:
Published : Thursday, 3 April, 2025 at 1:47 PM
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: চুনতির জাঙ্গালিয়া এলেই চালকদের হচ্ছেটা কী?বন্দর নগরী চট্টগ্রাম থেকে সমুদ্রের শহর কক্সবাজার যাওয়ার পথে বিপজ্জনক এক এলাকা লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া। হরহামেশাই সেখানে ঘটছে দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে মানুষের। কেবল ঈদের তিন দিনেই এ সড়কে মারা গেছেন অন্তত ১৫ জন। সড়ক দুর্ঘটনার হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে এই জাঙ্গালিয়া। দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসছে— সড়কের অপ্রশস্ততা, চালকদের দীর্ঘ পথ পাড়ি দেওয়া, বিপজ্জনক বাঁক, লবণের পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ার মতো নানা বিষয়। স্থানীয়দের কেউ কেউ আবার এখানে অতিপ্রাকৃতিক শক্তির হাতও দেখছেন। 
স্থানীয়দের কারও কারও ধারণা- এই এলাকায় পৌঁছালেই ‘অশুভ শক্তি’ ভর করে গাড়িচালকদের ওপর। এখানে পৌঁছাতেই চালকরা সড়ক দেখেন কয়েকটি। এরমধ্যে একটি ধরে এগুতেই নিয়ন্ত্রণ হারান গাড়িচালকরা। আর তাতেই ঘটে দুর্ঘটনা।
প্রশাসনের কর্তারাও এলাকাবাসী এবং গাড়িচালকদের এমন বিশ্বাসের কথা শুনেছেন। তবে এসব বিষয়ে তারা উড়িয়েই দিচ্ছেন। বলছেন সড়কের অপ্রশস্ততা, বিপজ্জনক বাঁক, উঁচু-নিচু এবং লবণের পানিতে পিচ্ছিল হয়ে যাওয়াসহ নানা কারণে সড়কের এই স্থানে ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ যাই হোক, এগুলো শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাছান বলেন, আমরা অনেক ড্রাইভারের সঙ্গে কথা বলেছি। এলাকাবাসীর সঙ্গেও কথা বলেছি। চালকদের কেউ কেউ বলেছেন এখানে তারা কয়েকটি রাস্তা দেখেন। এখানে মাজার ছিল বলে শুনেছি। এখন এটা তো আমাদের বিশ্বাস করার সুযোগ নেই। আবার দুর্ঘটনার এ রকম কারণ আমরা বলতেও পারব না। তবে ধর্মীয় এই বিশ্বাস একেবারে উড়িয়েও দেওয়া যায় না।
এদিকে তিনদিনে তিনটি দুর্ঘটনা এবং প্রাণহানির পর টনক নড়েছে সরকারের ঊর্ধ্বতন মহলের। সবশেষ বুধবার (২ এপ্রিল) দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ স্থানীয় প্রশাসনের কর্তারা। পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্টদের মতে, শুধু জাঙ্গালিয়া না পুরো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সমস্যা প্রায় একই। একদিকে সরু সড়ক তার ওপর একের পর এক বিপজ্জনক বাঁক। কক্সবাজার থেকে চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্য চলাচলকারী লবণের গাড়ি থেকে পানি পড়ে সড়কের ওপর। তাতেই সড়ক হয়ে যায় পিচ্ছিল। ব্রেকে পা কষতেই নিয়ন্ত্রণ হারায় গাড়ি। আবার পর্যটন শহর কক্সবাজারে যাতায়াত করেন দেশের বিভিন্ন অঞ্চলের চালকরা। এসব চালকরা জানেন না বিপজ্জনক বাঁক আর সড়কের গঠন সম্পর্কে। একটু এদিক-সেদিক হলেই নিয়ন্ত্রণ হারায় এসব গাড়ি। ফলশ্রুতিতে দুর্ঘটনা ঘটে হরহামেশাই। প্রাণ যায় সাধারণ মানুষের।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইনামুল হাছান বলেন, প্রথম কারণ বিপজ্জনক বাঁক। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সড়ক ব্যবহারকারী চালকরা ভালোভাবে বুঝতে পারেন না সড়কের এই বাঁকগুলো। আবার তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে এই এলাকায় পৌঁছান। এক্ষেত্রে চালকদের অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। লবণের গাড়ি চলাচলের কারণে সড়কে পানি পড়ে। লবণাক্ত এই পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। জাঙ্গালিয়া এলাকায় যে স্থানে দুর্ঘটনা ঘটে সেখানে সড়কটি ঢালু। আমরা আগে বলেছিলাম এই এলাকায় গতিরোধক দেওয়ার জন্য। যাতে অপরিচিত চালকরা গতি নিয়ন্ত্রণ করেন। তখন অবশ্য প্রকৌশলীরা আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। সবশেষ দুর্ঘটনার পর গতিরোধক স্থাপনের কাজ শুরু হয়ে গেছে।
তিনি আরও বলেন, সড়কটি সরু। এটি চার লেন করার জন্য কাজ চলছে। একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে। বুধবার দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন উপদেষ্টা ফারুক ই আজম। তিনি মুঠোফোনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। আশা করি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত হবে।
স্থানীয় বাসিন্দা নেওয়াজ হোসেন জানান, চুনতির ফরেস্ট রেঞ্জ অফিসের পাশে জাঙ্গালিয়া এলাকায় মাজার রয়েছে। এখানে প্রায় সময় চালকরা কয়েকটি সড়ক দেখেন। তাই দুর্ঘটনা ঘটছে। না হয় একইস্থানে বার বার দুর্ঘটনার কারণ কি?
তবে এমন বিশ্বাস থাকলেও সড়কটি দীর্ঘদিন ধরে প্রশস্ত না হওয়ায় ক্ষোভ রয়েছে তার। তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি নামেমাত্র মহাসড়ক। অনেক আঞ্চলিক সড়কও এর চেয়ে প্রশস্ত। জাঙ্গালিয়া ছাড়াও এই সড়কের বিভিন্ন স্থানে প্রায় সময় দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়। কিন্তু তাতেও টনক নড়ে না কর্তৃপক্ষের। অথচ দেশের প্রধান পর্যটন স্পটে কক্সবাজারে সড়ক পথে যাতায়াতের এটিই প্রধান মাধ্যম। নানান সময় চার লেনের বিষয়ে আলাপ-আলোচনা হলে বাস্তবে আলোর মুখ দেখে না প্রকল্পটি। আর কত লোকের প্রাণহানি হলে এই সড়কটি প্রশস্ত হবে  জানি না। 
লোহাগাড়ার বাসিন্দা ব্যাংকার মোহাম্মদ আবদুল জলিলের মতে, সড়কটি চার লেনে উন্নীত করার পাশাপাশি লবণবোঝাই গাড়ি চলাচল বন্ধ করতে হবে। লবণের গাড়ির কারণে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত রাস্তা বিপজ্জনকভাবে পিচ্ছিল হয়ে পড়ে। যার কারণে দুর্ঘটনা বেশি হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, আমার ৩ মাসের অভিজ্ঞতা থেকে বলছি, কক্সবাজারে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। বিভিন্ন অঞ্চল থেকে অপরিচিত চালকরা এই সড়ক দিয়ে গাড়ি চালান। তারা সড়কটি সম্পর্কে জানেন না। পাশাপাশি সড়কে যথাযথ সিগন্যাল নেই। দুর্ঘটনাস্থলের পাশেই একটা বিপজ্জনক বাঁক রয়েছে। অন্য এলাকার চালকরা এটা যে বিপজ্জনক তা বুঝতে পারেন না।

ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা

একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানিতে দক্ষিণ চট্টগ্রামবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা জানান, সরকার একপ্রকার উদাসীন। এখানে দুর্ঘটনা বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এক দশক আগে থেকে আলোচনা চললেও সড়কটি প্রশস্ত করার বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। শিগগিরই এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।
এ নিয়ে স্থানীয় বাসিন্দা এহসান চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, এত লোকের প্রাণহানির পরও যদি কর্তৃপক্ষের টনক না নড়ে তবে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করা হবে।
এদিকে, সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে চুনতি জাঙ্গালিয়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। লোহাগাড়া উপজেলা বিএনপি আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির পাশাপাশি বৃহস্পতিবার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় পৃথক মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াত। দলটির চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি দুর্ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে স্থানীয়দের আশ্বস্ত করেছেন।
লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফরিদ উদ্দিন খান বলেন, এই এলাকায় আমার বাড়ি। ছোটবেলা থেকে আমি এখানে বড় হয়েছি। এখানে বারবার দুর্ঘটনার মূল কারণ এই সড়কটি সংকীর্ণ। প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে। তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরবর্তী একনেক সভায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেন করার বিষয়টি অনুমোদন দিতে হবে। তা না হলে আমরা এখানে মানববন্ধন, বিক্ষোভ ও হরতাল দিতে বাধ্য হবো। 
দুর্ঘটনার স্থান পরিদর্শন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেন, দীর্ঘ সময় ধরে বারবার এখানে দুর্ঘটনা হচ্ছে, শুধু এখানে নয় এই সড়কের অন্য অংশেও এমন দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রাম থেকে আমাদের কক্সবাজার যেতে হলে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগছে। আর ঢাকার লোকেরা ফ্লাইটে করে আধা ঘণ্টায় কক্সবাজার পৌঁছচ্ছে, এটা একটা ডিসক্রিমিনেশনও বটে। এগুলোরও অবসান হওয়া উচিত। আর এখানে যে বেপরোয়া গাড়ি চলছে, এগুলোর স্থান চিহ্নিত করে বিভিন্ন জায়গায় যথাযথ প্রতিবন্ধকতাগুলো দূর করা দরকার। 

প্রসঙ্গত, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। পরদিন দুটি মাইক্রোবাস সড়ক থেকে উল্টে পাশের খাদে পড়ে গেলে ১২ জন আহত হন। সবশেষ বুধবারের দুর্ঘটনায় ১০ জন নিহত হন।

সবশেষ নিহত ১০ জনের পরিচয় মিলেছে

লোহাগাড়ার চুনতি সবশেষ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১০ জনের পরিচয় পেয়েছে হাইওয়ে পুলিশ। নিহতরা হলেন— ঝিনাইদহের শৈলকুপা এলাকার দুলাল বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস (৪৩), দিলীপ বিশ্বাসের স্ত্রী সাধনা মন্ডল (৩৭), দিলীপের শ্বশুর আশীষ মন্ডল (৫০), ঢাকার মিরপুরের আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম শামীম (৪৬), রফিকুল ইসলামের স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫), বড় মেয়ে আনিসা (১৬), ছোট মেয়ে লিয়ানা (০৮), মৃত রফিকুল ইসলামের ভাগিনা তানিফা ইয়াসমিন (১৬), মামা মুক্তার হোসেন (৬০) ও মাইক্রোবাস চালক ঢাকার দক্ষিণ খান এলাকার কালা মিয়ার ছেলে মো. ইউসুফ আলী (৫৫)।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি: বরকত উল্লাহ বুলু
মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি: বরকত উল্লাহ বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে। তারা আগে হলে-মেসে থাকলেও ...
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো ও মার্কিন শিল্প সুরক্ষা দিতে শতাধিক দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ...
নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস-নরেন্দ্র মোদি
নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস-নরেন্দ্র মোদি
বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় ...
মার্কিন শুল্ক, বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব পড়বে
মার্কিন শুল্ক, বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব পড়বে
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে, এর প্রভাব নিয়ে ঢাকায় চলছে নানা ...
পল্লবীর বাউনিয়াবাধে পারিবারিক সংঘাতে গোলাগুলি
পল্লবীর বাউনিয়াবাধে পারিবারিক সংঘাতে গোলাগুলি
রাজধানীর পল্লবীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘাত এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধা ...
সিলেটে নাদেলের নামে স্লোগান দিয়ে ছাত্রলীগের মিছিল: পুলিশী অভিযান অব্যাহত
সিলেটে নাদেলের নামে স্লোগান দিয়ে ছাত্রলীগের মিছিল: পুলিশী অভিযান অব্যাহত
সিলেট শহরে  বাংলাদেশ আওয়ামী লীগের  সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল এর নাম ব্যবহার করে স্লোগান ...
সাতক্ষীরার আশাশুনির ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি, অব্যহত রয়েছে পানি ঢোকা
সাতক্ষীরার আশাশুনির ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি, অব্যহত রয়েছে পানি ঢোকা
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (পাউবে) বেড়িবাঁধের ভাঙন পয়েন্ট দিয়ে এখনো জোয়ারের পানি ঢোকা অব্যহত রয়েছে।বৃহস্পতিবার (৩ ...
মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : চন্দন
মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : চন্দন
বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণ ...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোটমারী প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোটমারী প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোটমারী প্রিমিয়ার ক্রিকেট লীগে'র শুভ উদ্বোধন করা হয়েছে।ভোটমারী ক্রিকেট কাউন্সিল এর আয়োজনে ...
১০
শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকা আ.লীগ লুটপাট করে খেয়েছে : খায়ের ভূঁইয়া
শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকা আ.লীগ লুটপাট করে খেয়েছে : খায়ের ভূঁইয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারাদেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষা-প্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট ...
 
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার স্থানীয় একটি পার্টি সেন্টারে  এ ইফতার মাহফিল ...
কালীগঞ্জে ৯৮'র ব্যাচের উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত
কালীগঞ্জে ৯৮'র ব্যাচের উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত
লালমনিরহাটের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আবেগঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে ...
মোবাইল ব্যাংকিং: বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল
মোবাইল ব্যাংকিং: বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেন অর্থাত্ জমা-উত্তোলনের (ক্যাশ ইন-ক্যাশ আউট) সীমা বাড়িয়েছে ...
রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫ অনুষ্ঠিত
রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫ অনুষ্ঠিত
শিকড়ের টানে শিকড়ে ফেরা প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানবিক উদ্যোগ রহিমা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার হাবেলী গোপালপুরস্থ খান মঞ্জিলে অনুষ্ঠিত হয় ইফতার ...
ঈদ কবে, জানা যাবে রোববার
ঈদ কবে, জানা যাবে রোববার
পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে ...
হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে
হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। জনপ্রিয় মেসেজিং অ্যাপে যোগ হতে চলেছে মোশন ফটো ফিচার।অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার ...
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা
মিয়ানমারের গৃহযুদ্ধে জোরপূর্বক যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষই রোহিঙ্গা যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে ...
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার
৮ লাখ টাকা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার
পটুয়াখালীর বাউফলে ৮ লাখ টাকা ছিনতাইয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ...
সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর ইফতার ও দোয়া মাহফিল
সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর ইফতার ও দোয়া মাহফিল
সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়া এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত ...
১০
ট্রেনে অতিরিক্ত যাত্রী উঠাচ্ছে রেলওয়ে নিজেই!
ট্রেনে অতিরিক্ত যাত্রী উঠাচ্ছে রেলওয়ে নিজেই!
আন্তঃনগর ট্রেনগুলোতে আসন নির্ধারিত থাকে। নিয়ম না থাকলেও যাত্রীদের অনুরোধের কথা বলে নির্ধারিত আসনগুলোর মধ্যে শোভন ও সুলভ শ্রেণির আসনের ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com