![]() বাণিজ্য যুদ্ধ তীব্রতর হচ্ছে
এবার যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ চীনের
নতুন বার্তা, ঢাকা:
|
![]() চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চীন থেকে যাওয়া পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের জন্য ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের মিল রাখবে। পৃথকভাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা ১১টি মার্কিন কোম্পানিকে ‘অনির্ভরযোগ্য সত্তা’ তালিকায় যুক্ত করছে; যা মূলত তাদের চীনে বা চীনা কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে বাধা দেবে। আরও বলা হয়েছে, মন্ত্রণালয় সাতটি বিরল খনিজ উপাদানের রপ্তানি সীমিত করার জন্য একটি লাইসেন্সিং ব্যবস্থা আরোপ করেছে। ওই খনিজগুলো প্রায় এককভাবে চীনে খনন এবং প্রক্রিয়াজাত করা হয়। তা বৈদ্যুতিক গাড়ি ও স্মার্ট বোমাসহ অনেক কিছুতে ব্যবহার করা হয়। ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে কার্যকর হবে। তাছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এদিন চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার পরপরই পালটা কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে ছিল চীন। |