![]() ঢাকা থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে বোদায় ট্যুরে আসা এক বাইক চালকের ট্রাকের ধাক্কায় মৃত্যু
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ:
|
![]() বৃহস্পতিবার (৩ এপ্রিল) পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ির সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। অন্য বাইক রাইডার ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। নিহত সিয়াম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তিনি ঢাকা ডিএমপির নিউমার্কেট এলিফ্যান্ট রোডে থাকতেন। আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে। মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ১৪টি মোটরসাইকেল নিয়ে ১৯ জন বাইক রাইডার টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাইকট্যুরে যাওয়ার পথে বিকেলে সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ড- ১২-৩৩৩৩) সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ২ জন গুরুতর আহত হয়। এ সময় বাইকার টিম ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় হাসপাতালের সামনে সিয়াম মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাকটিকে একজন সহকারী ও গরুসহ আটক করে স্থানীয়রা। বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। |