![]() লক্ষ্মীপুরে তিনজনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
![]() দণ্ডপ্রাপ্তরা হলেন, নিখিল ত্রিপুরা, অতিন্দ্র ত্রিপুরা, তিমিট ত্রিপুরা। এরা খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার বাসিন্দা। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড দেন। এর আগে সকালে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকা থেকে তাদেরকে আটক করে লক্ষ্মীপুর বন বিভাগের কর্মীরা। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। গুইসাপগুলো উত্তর হামছাদী ইউনিয়নের বেড়িবাঁধ নামক স্থানে পুনরায় অবমুক্ত করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলেন, গুইসাপ শিকারের দায়ে তিনজনকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক হাজার করে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুইসাপগুলো অবমুক্ত করা হয়। |