![]() চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
![]() গ্রেফতারকৃত আসামীদের একজন জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার আতাউর রহমানের ছেলে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল ইসলাম ওরফে আরিফ (৩২) এবং অন্যজন একই উপজেলার মিয়াপুর এলাকার সাইদুর রহমানের ছেলে এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাশ আলী (৪০)। এ বিষয়ে বুধবার (৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী আরিফ এবং এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আক্কাশ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কিন্তু তাদের ধরতে র্যাবের গোয়েন্দা দল মাঠে সক্রিয় থাকায় মঙ্গলবার দিবাগত রাত ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আক্কাশকে এবং রাত সাড়ে ৯টায় রানীহাটি বাজার এলাকা থেকে আরিফকে ধরতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত আসামীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার। |