![]() তোফায়েল আহমেদ সুস্থ আছেন
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘তোফায়েল ভাইকে নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তিনি ভাল আছেন। প্লিজ গুজব ছড়াবেন না।’ এ ছাড়া এ বিষয়ে জানতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তোফায়েল আহমেদ সুস্থ আছেন। তিনি ঘুমাচ্ছেন। প্রসঙ্গত, তোফায়েল আহমেদ মারা গেছেন এমন একটি খবর সোমবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। |