![]() ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেল এস.এস.সি পরীক্ষার্থীরা
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
|
![]() মঙ্গলবার (১৫এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাছিবুর রহমান অভির উদ্যোগে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যাইলন বিতরণ করা হয়। এস.এস.সি পরীক্ষার্থীরা বলেন, বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলতে পারলাম। টানা ৩ ঘন্টা পরীক্ষা হলে থাকতে হয়েছে। অতিরিক্ত গরমের কারণে গলা শুকিয়ে গেছে। ছাত্রদলের এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে দুইজন শিক্ষক ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা করে জানিয়েছেন, তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তির পেয়েছে শিক্ষার্থীরা, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে। এভাবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে উদ্যোগ নেওয়া হলে ভালো হবে। লক্ষ্মীপুর কলেজ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাছিবুর রহমান অভি বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নির্দেশক্রমে আজকে প্রায় ৮শতাধিক এসএসসি পরীক্ষার্থীর মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের ও ক্ষুদ্র প্রয়াস। শিক্ষায় মনোনিবেশে ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থেকে বন্ধু সুলভ আচরণ করবে। ছাত্রদলের এ উদ্যোগ আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তারা। পানি ও স্যালাইন বিতরণের সময় অভির সঙ্গে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, ছাত্রদল নেতা মতিউর আরিফ ও প্রিয়ন্তাসহ অনেকেই। |