![]() গাইবান্ধার সাবেক এমপি শাহ সারওয়ার কবির দিনাজপুরে গ্রেফতার
নতুন বার্তা, দিনাজপুর:
|
![]() মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঈদগাহ বস্তি এলাকায় বোনের বাসা ‘দীবা গার্ডেন’ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ককমর্কর্তা (ওসি) মো. মতিয়ার রহমান। তিনি বলেন, সারওয়ার কবিরকে দিনাজপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। শাহ সারওয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, শাহ সারওয়ার কবির দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় একটি বাড়িতে অবস্থান নিয়েছেন। পরে ওই এলাকায় কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।' দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, সাবেক এমপি শাহ সরওয়ার কবির একাধিক মামলার আসামি। দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। |