![]() সাতক্ষীরায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরা প্রতিনিধি:
|
![]() বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের খুলনা রোড মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেয়। 'কারিগরি ছাত্র আন্দোলন' ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে খুলনা রোড মোড়সহ আশপাশের এলাকাজুড়ে যান চলাচল সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে। এসময় বিক্ষোভরত শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করণ, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যম চালুকরণ, সংরক্ষিত পদে অপ্রাসঙ্গিক নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা নিশ্চিতকরণ, কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ এবং প্রকৃত কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করণ, পৃথক ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন, পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের অধীনে ভর্তি কার্যক্রম চালুকরণের দাবি তুলে স্লোগান দিতে থাকেন। এই আন্দোলনে নেতৃত্ব দেন মোমিনুল ইসলাম মোমিন, নিশিত তাছনীম, আবদুল্লাহ অর্ক প্রমুখ। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। |