![]() বাংলা নববর্ষে ব্রাদার প্রিন্টারে দারুণ বৈশাখী অফার
নতুন বার্তা, ঢাকা:
|
![]() অফার চলাকালীন সময়ে ( ১৫ এপ্রিল থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত ) ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার কিনলেই, ক্রেতারা পাচ্ছেন ১,০০০ টাকা মূল্যের প্রাইজ বন্ড বা ক্যাশ ভাউচার একদম নিশ্চিতভাবে। এটি শুধু একটি ডিসকাউন্ট নয়, বরং গ্রাহকের প্রতি ব্রাদারের কৃতজ্ঞতার প্রতিফলন এবং নতুন বছরের উপহার। অফারের বিশেষ সুবিধাসমূহ: ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার কেনার উপর ১০০০ টাকা প্রাইজ বন্ড উন্নতমানের প্রিন্টার, যার মাধ্যমে প্রিন্টিং খরচ হয় মাত্র ৫০ পয়সা প্রতি পৃষ্ঠা অফারের মেয়াদ: ১৫ এপ্রিল ২০২৫ থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত এই অফারটি শুধুমাত্র নির্ধারিত সময়ের জন্য প্রযোজ্য এবং স্টক সীমিত। তাই দেরি না করে এখনই নিকটস্থ ব্রাদার অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে আপনার পছন্দের প্রিন্টারটি সংগ্রহ করুন এবং বৈশাখের আনন্দকে আরও রঙিন করে তুলুন। ব্রাদার সবসময়ই তাদের গ্রাহকদের প্রয়োজন এবং সুবিধাকে অগ্রাধিকার দিয়ে আসছে। এই অফারও সেই প্রতিশ্রুতিরই একটি উদাহরণ, যেখানে নিশ্চিত করা হয়েছে গুণগত মান, অর্থের সাশ্রয়। |