![]() বাংলাদেশে কুরআনের আইন চালু ব্যতিত বৈষম্য দূর হবে না - মো. নূরুল ইসলাম বুলবুল
নতুন বার্তা, ঢাকা:
|
![]() মঙ্গলবার রাতে রাজধানীর সবুজবাগ-মুগদা জোনে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতী গণসংযোগে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আল্লাহর কাছে গ্রহনযোগ্য একমাত্র জীবন বিধান ইসলাম। ইসলাম ব্যতিত অন্য কোন আদর্শ আল্লাহর কাছে গ্রহনযোগ্য নয়। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহন করতে হবে এবং রাসূল (সা.) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে। তবেই ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি, ন্যায় বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে; সকল বৈষম্য দূর হবে। জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায় উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে। যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ইসলামের সুমহান ছায়াতলে ধর্মবর্ণ, দলমত নির্বিশিষে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। দ্বীনি দাওয়াতী গণসংযোগ কার্যক্রম পরিচালনাকালে সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইন সহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১১-২৫ এপ্রিল দ্বীনের দাওয়াতী গণসংযোগের অংশ হিসেবে সারাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে কাজ করে যাচ্ছে। |