![]() সিলেটে চলছে দু’দিনব্যাপী জলবায়ু মেলা
জলবায়ু পরিবর্তনের ফলে আমরা মরুভূমির কারণের পথে এগোচ্ছি - উদ্বোধনীতে অতিরিক্ত জেলা প্রশাসক
এমদাদুর রহমান চৌধুরী জিয়া,সিলেট ব্যাুরো:
|
![]() তিনি আরো বলেন, এই প্রেক্ষাপটে অভিযোজন হলো আমাদের অস্তিত্ব রক্ষার কৌশল। শুধু টিকে থাকা নয়, বরং ভবিষ্যতের জন্য টেকসই ও পরিবেশবান্ধব জীবন গড়ে তোলা। আর এই অভিযোজনে তরুণদের অঅংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র একটি মেলা নয়, এটি একধরনের সচেতনতা ও সামাজিক আন্দোলন। এই মেলার মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে আমরা সবাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখতে পারি। আসুন সবাই মিলে শপথ করি- পরিবেশ রক্ষা করব, সচেতন থাকব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলব। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ বাস্তবায়িত ইকরা প্রকল্প ও ইয়ুথনেট গ্লোবাল’র যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জলবায়ু মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ’র জলবায়ু পরিবর্তন ও অভিযোজন ও দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ইয়ুথনেট গ্লোবাল’র সদস্য হুমায়রা আহমেদ জেবার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শরাফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট’র অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিছুজ্জামান, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান মিয়া এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বাবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কাউট সদস্য ইরফান জাহান জোহান, পবিত্র গীতা পাঠ করেন ইয়ুথনেট গ্লোবাল’র মৌলভীবাজার জেলা কো-অর্ডিনেটর ঐশী দেব। স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবালের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সমন্বয়কারী নাজমুল নাহিদ। প্রকল্প পরিচিতি নিয়ে বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশ’র সিলেটের প্রজেক্ট ম্যানেজার মো. আতিকুর রহমান। এ সময় ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এরপর তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, দু’দিনব্যাপী জলবায়ু মেলার সমাপ্তি হবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল)। এদিন বিকেল ৩টায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। |