![]() সৌদি আরবে ২০ হাজার বাংলাদেশি গ্রেপ্তার দাবিতে প্রচার, যা জানাল রিউমর স্ক্যানার
নতুন বার্তা, ঢাকা:
|
![]() এই প্রেক্ষাপটে, ‘ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০হাজার প্রবাসী গ্রেফতার’ শীর্ষক একটি পত্রিকার ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, ‘ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার” শিরোনামে ওই পত্রিকা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে ‘২০ হাজার’ শব্দ দুটি একত্রে লেখা হয়েছে, যা বাংলা ভাষার শুদ্ধ নিয়মের পরিপন্থি। এমন ভুল সাধারণত গণমাধ্যমে দেখা যায় না। এ ছাড়া ১৫ এপ্রিল শীর্ষস্থানীয় ওই পত্রিকার ফেসবুক পেজে প্রকাশিত আরেকটি ফটোকার্ডের সঙ্গে এই ফটোকার্ডের ডিজাইনের মিল দেখা যায়। এসব থেকে প্রতীয়মান হয়, আলোচিত ফটোকার্ডটি বিকৃত করে তৈরি করা হয়েছে। তবে গত বছরের ২৫ নভেম্বর ওই পত্রিকার এক প্রতিবেদনে সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তারের তথ্য উঠে আসে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। তবে এর মধ্যে বাংলাদেশিদের অনুপাত স্পষ্ট করা হয়নি। প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, চলতি এপ্রিলের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। মোট গ্রেপ্তারদের মধ্যে কোনো দেশের নাগরিকদের অনুপাতই স্পষ্ট করা হয়নি। তবে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেপ্তার হওয়া ১ হাজার ৪৯৭ জনের মধ্যে ২৭ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ান এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। একই সময়ে ৮ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে জানানো হয়। অর্থাৎ সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে, যেখানে বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে এসব অভিযানে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। একই সঙ্গে সম্প্রতি বাংলাদেশে সৌদি যুবরাজকে অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের বিরুদ্ধে কোনো বিশেষ পদক্ষেপ বা গণগ্রেপ্তারের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। সুতরাং, ‘ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০হাজার প্রবাসী গ্রেফতার’ শীর্ষক প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। |