![]() ভারতে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ গ্রেপ্তার
নতুন বার্তা, ঢাকা:
|
![]() মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুন্দরবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১১ নারী, ৯ পুরুষ এবং চার শিশু রয়েছে। সুন্দরবন কোস্টাল থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চিলমারি জঙ্গল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা অবৈধভাবে নদীপথে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। বুধবার তাদের আলিপুর আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ২৪ বাংলাদেশির কাছে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি। এমনকি তাদের কাছে ভারতীয় পরিচয়পত্রও নেই। জিজ্ঞাসাবাদে তারা অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন। জানা গেছে, সুন্দরবনের উপকূলীয় অঞ্চল দিয়ে পাঁচটি নৌকায় তারা ভারতে অনুপ্রবেশ করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতে স্থায়ী হওয়ার জন্য পরিকল্পনা ছিল তাদের। বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। নদীপথে তারা অনুপ্রবেশে করেছেন। তাদের কাছে নাগরিকত্বের কোনো বৈধ কাগজ নেই। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। |