![]() ওসিকে সরিয়ে নিতে বিএনপি নেতার আলটিমেটাম
নতুন বার্তা, রাজশাহী:
|
![]() বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার আমগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে নিহত বিএনপি কর্মী মোকবুল হোসেনের জানাযায় দেওয়া বক্তব্যে তিনি ওসিকে সরিয়ে নিতে বলেন। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে এশার নামাজ পড়ে বাড়িতে ফেলার সময় প্রতিপক্ষ যুবদল নেতা আব্দুল আহাদের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা করে। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল বিকেলে বিএনপি কর্মী মোকবুল হোসেন (৩৮) মারা যান। মোকবুল হোসেন উপজেলার দেলওয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম গ্রামের বাসিন্দা। নিহত মোকবুল হোসেনের স্ত্রী আসমা বেগম জানান, কয়েকদিন আগে বিয়ের দাবিতে এলাকায় এক নারীর অনশনকে কেন্দ্র করে বিএনপি নেতা মোকবুলের সঙ্গে আব্দুল আহাদের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আহাদ সন্ত্রাসী বাহিনী নিয়ে তার স্বামীর ওপর সশস্ত্র হামলা করে। এতে মোকবুল মারা যায়। বুধবার সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে নিহত মোকবুলের মরদেহ এলাকায় নেওয়া হয়। আমগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা জানাযায় অংশ নেন। জানাযার আগে দেওয়া বক্তৃতায় বিএনপি নেতা চাঁদ মোকবুল হোসেন নিহতের ঘটনায় পুলিশের অবহেলাকে দায়ী করেন। দুর্গাপুর থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এলাকায় অনেকদিন ধরে চাঁদাবাজি চলছে। হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে আহাদ জড়িত। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করেনি। শুনেছি আহাদের নাম শুনলে নাকি ওসির কাপড় নষ্ট হয়ে যায়। মোকবুল হত্যার চব্বিশ ঘন্টা পরও ওসি কাউকে গ্রেফতার করেনি। আমি এসপিকে বলছি এই অযোগ্য ওসিকে দ্রুত সময়ে সরিয়ে নেন। আমরা এই ওসিকে দুর্গাপুর থানায় আর দেখতে চাই না। না হলে আমরা থানার দিকে মার্চ করবো। নিহত বিএনপি কর্মী মোকবুল হোসেনে জানাযায় অন্যদের মধ্যে বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবীর বুলু, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু প্রমুখ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। থানার ওসিকে সরাতে বিএনপি নেতার আলটিমেটাম প্রসঙ্গে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, মোকবুল হোসেন হত্যাকাণ্ডে মামলা দায়ের হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। |