![]() ঠাকুরগাঁওয়ে বিনা উদ্ভাবিত জাত সমূহের স¤প্রসারণ এবং শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মশালা
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:
|
![]() বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র আয়োজনে ও বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চলের সহযোগীতায় বৃহস্পতিবার ইএসডিও এর মেধা বিকাশ কেন্দ্র সেমিনার রুমে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ.এস.এম. গোলাম হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা উপকেন্দ্র রংপুরের পিএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ উদ্ভিদ প্রজনন বিভাগের পিএসও ড. ফাহমিনা ইয়াসমীন। উল্লেখ্য, কর্মশালায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র বিভিন্ন ফসল ও শস্যের উদ্ভাবিত নানা জাত ও তাদের বৈশিষ্ট এবং এসবের শস্যবিন্যাস ও সম্প্রসারণ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও দিনব্যাপী এ কর্মশালায় বৃহত্তর দিনাজপুর কৃষি অঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কৃষি কর্মকর্তা ও কৃষক মিলে একশজন প্রতিনিধি অংশগ্রহণ করেন। |