![]() ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় - মো. নূরুল ইসলাম বুলবুল
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ-মুগদা জোনের রুকন ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে। যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ইসলামের সুমহান ছায়াতলে ধর্মবর্ণ, দলমত নির্বিশিষে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহŸান জানান। তিনি আরো বলেন, আল্লাহর ভয় কোন ব্যক্তির মধ্যে থাকলে তিনি দুর্নীতি, সন্ত্রসী, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন প্রশয় বা সমর্থন দিতে পারে না। নিজেও অপকর্ম করে না, নিজ দলের নেতাকর্মীদেরও অপকর্ম করতে দিতে পারে না। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে আল্লাহভীতু মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। যার কারণে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঠ পর্যায়ে একজন নেতাকর্মীও দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করে না এবং করবে না। দেশে-দেশে নৈরাজ্য বন্ধে ইসলামী সমাজ বিনির্মানে বিকল্প নেই উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী বিধান ব্যতিত আর কোন সুন্দর বিধান নেই। মানুষের তৈরি আইনের মানুষ শুধু নিজের এবং নিজ দলের বা দেশের স্বার্থে কাজ করে। ফলে অন্যের অধিকার হরণ হয়। ইসলামের বিধানে সেই সুযোগ নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বিভেদ বা ভেদাভেদ নেই। রাষ্ট্রের কাছে সকল নাগরিক মানুষ হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভের সুযোগ পাবে। তাই ইসলামী সমাজ বিনির্মানের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে ও সহকারী জোন পরিচালকমনির বিন আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, সবুজবাগ পূর্ব থানা আমীর রওশান জামান, মুগদা উত্তর থানা আমীর এডভোকেট রিয়াজ উদ্দিন, মুগদা পশ্চিম থানা আমীর মতিউর রহমান, মুগদা পূর্ব থানা আমীর ইসহাক, মুগদা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আমীর মো. ইয়াকুব আলী সহ জোনের থানা সেক্রেটারী ও কর্মপরিষদের সদস্যবৃন্দ। |