![]() প্রকাশ পেলো বর্ষা সুমির নতুন গান
আব্দুন নুর নাহিদ:
|
![]() গানটিতে অভিনয় করেছেন আলভি মামুন এবং ইসরাত জাহান। খুব সুন্দর একটি গল্প নিয়ে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মামুন আফনান রুমি নিজেই। গানটি আজকে বিকেলে ত্রয়ী মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। বর্ষা সুমি বলেন, আফনান রুমি আমার পছন্দের একজন মানুষ। তার সাথে আমার প্রথম কাজ করা, গানটি বিরহের গান বলে আমার বেছে নেয়া। গানটির লেখা ও সুর আমার ভালো লেগেছে। গানটি সুন্দরের পিছনে অবদান কম্পোজার সাগর ভাইয়ের এবং যারা অভিনয় করেছেন তাদের কাজও খুব চমৎকার ছিলো। দর্শকদের কথা চিন্তা করে গানটি করার চেষ্টা করেছি, আশা করছি গানটি দর্শকদের ভালো লাগবে। সামনে আরও চারটি গানের কাজ চলছে। খুব শীঘ্রই প্রকাশ হবে। গানটি নিয়ে গীতিকার মামুন আফনান রুমি বলেন, গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। বর্ষা সুমি অসাধারণ গেয়েছে তার কন্ঠে গানটি পূর্ণতা পেয়েছে পরিপূর্ণ। ত্রয়ী মিউজিকের কর্ণধার তানভীর সাজ্জাদের প্রচেষ্টায় এই গান করা। আমার লেখা, সুর এবং ভিডিও পরিচালনায় আরো বেশ কয়েকটি গান আসবে এই চ্যানেলে সবগুলো গানই আশা করি দর্শকদের ভালো লাগবে। |