![]() বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আহত মুখপোড়া হনুমান, হাসপাতালে ভর্তি
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম):
|
![]() শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর সদরের গোমদণ্ডী ফুলতলি এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পিকআপ চালক মোহাম্মদ মুন্না বলেন, সকাল থেকে হনুমানটি বিভিন্ন ভবনের ছাদে লাফালাফি ও গাছে উঠানামা করছিলো। দুপুরের দিকে হনুমানটি একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে পড়ে যায়। প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা পশু হাসপাতালে নিয়ে এসেছি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম সাইদুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটির কিছু অংশ পুড়ে আহত হয়েছে। তবে বড় ধরনের জখম বা দগ্ধ হয়নি। প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে। এখন শারীরিকভাবে অনেকটা সুস্থ। এবিষয়ে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। হনুমানটি পুরোপুরি সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে। জানা গেছে, কালচে চামড়ার ওপর ধূসর বাদামি লোমের আবরণ। মুখ ও কানে লোমহীন কুচকুচে কালো ত্বক, হাত-পা কালো ও শক্তিশালী। মুখপোড়া হনুমান লম্বা লেজের ওপর ভর করে গাছের শাখায় শাখায় লাফিয়ে বেড়ায়। এদের চলাফেরায় রয়েছে একধরনের সাবলীলতা। কয়েক দশক ধরে ক্রমেই বনভূমি সংকুচিত হওয়ায় মুখপোড়া হনুমানের প্রাকৃতিক খাদ্যের উৎস কমে যাচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে তাদের বনের বাইরের খাদ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। খাদ্যের অভাবে আশপাশের লোকালয়ে নেমে আসে। এতে ব্যস্ততম সড়কের এক পাশ থেকে আরেক পাশে পার হতে গিয়ে এবং বৈদ্যুতিক তার ও খুঁটিতে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে হনুমান। |