![]() রাজধানীর মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু
সোহেল রানা, ঢাকাঃ
|
![]() জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮ টার সময় সংক্রামক ব্যাধি হাসপাতালের বৈদ্যুতিক জেনারেটর কক্ষের উপর থেকে জুতা নামাতে গিয়ে এই ঘটনা ঘটে। স্বজনরা সাব্বিরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্ধুরা জানান, সাব্বির বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল। খেলার সময় কে যেন তার জুতা ঢিল ছুড়ে ফেলে দেয়। সেই জুতা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে বিষয়টি বল আনতে গিয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। নিহত সাব্বির চায়ের দোকানের কর্মচারী। তার বাবার নাম ছোটন। তারা মহাখালী সাততলা এলাকার পোড়া বস্তির বাসিন্দা। গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুড়ায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে। এবিষয়ে এই রিপোর্টটি লেখা পর্যন্ত বনানী থানা পুলিশের বক্তব্য নেওয়া যায়নি। |