![]() সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবিতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী মঙ্গলবার
নতুন বার্তা, সিলেট:
|
![]() সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ মে’র প্রতিষ্ঠাবার্ষিকী সফলে ১৫ দিনব্যাপি গ্রহণ করা হয়। আগামী ৫ মে সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওসমানী শিশু পার্কের সম্মুখে বিকাল ২.৪৫ ঘটিকায় যুব সমাবেশ, বিকাল ৩.১৫ ঘটিকায় ওসমানী শিশু পার্কের সম্মুখ হতে সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে উত্তর জল্লারপারস্থ সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকাল ৪.০০ ঘটিকায় আলোচনা সভা, বিকাল ৫.২০ ঘটিকায় সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের তিন বছর মেয়াদী আন্তর্জাতিক কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠান, বিকাল ৫.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান, সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সাংগঠনিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা ও শুভেচ্ছা স্মারক অনুষ্ঠানের উদ্যোগে গ্রহণ করা হয়। ১৫ দিনব্যাপি কর্মসূচী উপলক্ষ্যে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১.৩০ ঘটিকায় সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবিতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী, ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষনার দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তবর্তীকালীন প্রধান উপদেষ্ঠা সহ ২৩ উপদেষ্ঠা বরাবরে স্মারকলিপি প্রদান ও ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬.৩০ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী সফলে বিশেষ প্রস্তুতি সভার উদ্যোগ গ্রহণ করা হয়। জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদের পরিচালনায় সাধারণ সভা এবং সিলেট কল্যাণ সংস্থার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন উপলক্ষ্যে দ্বিতীয় আলোচনা সভায় সাংগঠনিক অবস্থান থেকে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ,নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ আব্দুল আলী, বিজিত চন্দ, হাবিবুল্লাহ মিসবাহ, মোঃ সুহেল মিয়া, মখছুছুর রহমান, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোঃ রাহাত বকস, আহমেদ তাসবিক ও মোঃ লোকমান হোসেন। |