![]() প্রয়াত কবি, লেখক ও সাংবাদিক সৌমিত্র দেবের অকাল প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী:
|
![]() বিপ্লবী লীলা নাগ স্মৃতি পরিষদ এবং সৈয়দ মুজতবা আলী পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শোক জানাতে উপস্থিত হন জেলার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিন ইকবাল এবং সভাপতিত্ব করেন বিপ্লবী লীলা নাগ স্মৃতি পরিষদের সভাপতি এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ, পরিষদের উপদেষ্টা ডা. এম এ আহাদ, প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার আহমেদ এবং আয়কর উপদেষ্টা বদরুল হোসেন। স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুজতবা আলী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। স্মৃতিচারণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন এসএসসি ’৮৬ গ্রুপের অন্যতম সংগঠক মনসুর চৌধুরী টিপু, সিনিয়র শিক্ষক ও লেখক কন্দর্প বিজয় চৌধুরী, ছড়াকার মহিদুর রহমান, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সমকালের সম্পাদক কল্যাণী দাশ গুপ্ত, শহীদ পরিবারের সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা, কবি সৌমিত্র দেবের বন্ধু সৈয়দ বদরুল হক টিটো, সাংবাদিক মছনুর রহমান চৌধুরী, মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের প্রিন্সিপাল তোফায়েল আহমেদ, রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, শিক্ষক ধীরাজ ভট্টাচার্য দুলাল এবং বিপ্লবী লীলা নাগ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি খসরু চৌধুরী। বক্তারা সৌমিত্র দেবের সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর অসমাপ্ত স্বপ্নগুলো পূরণে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। স্মরণসভাটি শেষ হয় এক হৃদয়গ্রাহী পরিবেশে কবি সৌমিত্র দেবের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করার মধ্য দিয়ে। |