![]() চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি বোদায় স্থাপনের দাবি
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
![]() মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্যে বলেন, ২০২৩ সালে পঞ্চগড়ে চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে এক হাজার শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও নানা ষড়যন্ত্র ও ভারতীয় মিডিয়ার নানা গুজবের কারণে তা আলোর মুখ দেখেনি। তাই চীনের এই হাসপাতাল বোদা উপজেলায় করার দাবি জানান তারা। এসময় বক্তারা বলেন, বোদা উপজেলায় মেডিকেল কলেজ ও হাসপাতালটি হলে শুধু উত্তরাঞ্চল নয় নেপাল, ভুটান ও ভারতের একটি অংশের মানুষ পড়াশোনার পাশাপাশি চিকিৎসা সুবিধা নিতে পারবে। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবো। বাড়বে সরকারের আয়। কর্মসূচিতে বক্তারা আরোও বলেন, পঞ্চগড়ের বোদায় চীনের অর্থায়নে ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করার যৌক্তিকতা সবচেয়ে বেশি। কেন না ভৌগলিক অবস্থানগত দিক দিয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার মধ্যস্থল হলো বোদা উপজেলা এবং পঞ্চগড় জেলারও মধ্যস্থল বোদা উপজেলা। গত ১৮ এপ্রিল চীনা অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য সম্ভব্য স্থান হিসেবে বোদা উপজেলা মডেল মসজিদের পাশে পঞ্চগড় জেলা প্রশাসক, সাবেত আলী ভূমি পরিদর্শন করেন। এসময় বোদা উপজেলা এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |