![]() বোয়ালখালীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম) :
|
![]() রবিবার (২০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মধ্যম শাকপুরা এলাকার ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। কিশোর মো. ইয়াছিন মধ্যম শাকপুরা গ্রামে মো.আজগরের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো। প্রতিবেশি মো.ফরিদুল আলম জানান, বাড়ির পাশের একটি পুকুর সেচের পর সেখানে মাছ ধরেছিলো ইয়াছিন। এরপর মসজিদের পুকুরে গোসল করতে যায়। পুকুরের পানিতে ডুব দিয়ে সে আর ওঠেনি। অথচ সে সাঁতার জানতো। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, দুপুর ২টার দিকে ইয়াছিন নামে এক কিশোরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। |