![]() রামু সরকারি কলেজে বরণ অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ মোহাম্মদ হাছানুল ইসলাম
শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান সফলতা অর্জন করে
খালেদ হোসেন টাপু রামু :
|
![]() নবাগত অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা যতই আন্তরিক হোক, শিক্ষার্থীরা আন্তরিক না হলে কলেজকে সফল প্রতিষ্ঠানে রূপ দেয়া সম্ভব হবে না। তাই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিত থাকতে হবে। কোনমতেই ক্লাস ফাঁকি দেয়া যাবে না। এজন্য শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হলে রামু সরকারি কলেজকে সফল প্রতিষ্ঠানে রূপ দেয়া সম্ভব হবে। “আত্মারও তুমি পরম আত্মীয় জানি, ন্যায়ে হোক সম্মিলন, সত্য হোক স্পন্দন” এ শ্লোগানে আয়োজিত বরণ অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন- কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া। কলেজের শিক্ষক ইসরাত জাহান দুলালী ও ইজত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, চট্টগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুস ছালাম, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক হুমায়ন কবীর, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু সরকারি কলেজের দাতা সদস্য নজির আহমদ কোম্পানী, গভর্ণিং বডির সাবেক সদস্য আখতারুল আলম, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার বড়ুয়া, কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আকতার জাহান কাকলী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ন ম জহির, শিক্ষক কিশোর পাল, প্রভাষক দিবস কুমার বৈদ্য, প্রদর্শক মানসী বড়ুয়া। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরে মধ্যে ডিগ্রি তৃতীয় বর্ষের মোর্শেদুল হক, ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের মো. কায়েস, অর্থনীতি চতুর্থ বর্ষের মো. এমদাদ, অনার্সের শিক্ষার্থী নোমান এবং রেজাউল করীম সাজিদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রামু সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ক্যাডেট কামরুল হাসান, গীতা পাঠ করেন, প্রভাষক দিবস কুমার বৈদ্য এবং ত্রিপিটক পাঠ করেন, ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ইভা বড়ুয়া। রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাছানুল ইসলাম ইতিপূর্বে চট্টগ্রাম সরকারি কলেজে গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ১৬ তম ব্যাচের সদস্য। |