![]() সুন্দরগঞ্জে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নতুন বার্তা, গাইবান্ধা:
|
![]() সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস। এর আগে রোববার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ জারি করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রাণ শাখা থেকে বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য মো. মনজু মিয়ার অনুকূলে ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে তা বিতরণ না করে তিনি ইউনিয়নের কছিম বাজার এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন গুদামে চালগুলো সংরক্ষণ করেন। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দকৃত চাল গোপনে বিক্রির উদ্দেশ্যে গুদামে রাখা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ১০০ বস্তা চাল উদ্ধার করে। অভিযানের পরপরই গুদামটি সিলগালা করা হয় এবং পরদিন উদ্ধারকৃত চাল বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়। ঘটনার পরপরই চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে উপজেলা প্রশাসন। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়, কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না। পরবর্তীতে তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারার আওতায় মো. মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যানের এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলতার পরিপন্থি। এজন্য জনস্বার্থে তাকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হল। |