![]() অস্ট্রেলিয়া যুব ইউনিয়ন উদ্যোগে
কমরেড লেনিনের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন বার্তা, অস্ট্রেলিয়া:
|
![]() সভায় অস্ট্রেলিয়া যুব ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন, এর মধ্যে কমরেড সাইফুর রাহমান, কমরেড মাসুক আহমেদ, কমরেড এম ডি নুরুজ্জামান, মো: ফাইয়াজ ইসলাম, ইমতিয়াজ হোসেন রাফি প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে কমরেড জহির উদ্দিন আহমেদ মাসুদ বলেন, "আজ ২২ এপ্রিল ২০২৫, আমরা সর্বহারার মহান নেতা কমরেড লেনিনের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, যিনি মানবমুক্তির সংগ্রামে অনন্ত প্রেরণার উৎস। ১৫৫ তম জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে এই মহান নেতার স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি। কমরেড লেনিন যে শিক্ষা রেখে গেছেন তা চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। তিনি আজও শ্রমিকশ্রেণীর চেতনা ও সংগ্রামে পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন।" তিনি আরও বলেন, "কমরেড লেনিনের নেতৃত্বে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল, যা মানবসভ্যতার প্রগতিতে এক অনন্য নজির স্থাপন করেছে। আজও সারা বিশ্বে শোষিত, বঞ্চিত মানুষের কাছে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব উজ্জ্বলতম প্রেরণা ও দৃষ্টান্ত হয়ে আছে। তত্ত্ব ও সংগ্রামের এক অসামান্য মেলবন্ধন হিসেবে কমরেড লেনিনের ভূমিকা অনস্বীকার্য। তাঁর জন্মদিন আমাদের সকলকে নবপ্রেরণায় উজ্জীবিত করে, এবং নতুন গতির সঞ্চার করে। আমরা কমরেড লেনিনের জীবন, সংগ্রাম ও তত্ত্ব থেকে শিক্ষা গ্রহণ করে মানব সভ্যতাকে এগিয়ে নিতে তাঁর বিপ্লবী পথ অনুসরণ করতে হবে।" |