![]() লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত জসিম, ঢাকায় ধরা ১৪ অভিযুক্ত
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
|
![]() র্যাব সূত্র জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ঢাকার পল্টনে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে (২৩ এপ্রিল) তাদের লক্ষ্মীপুর আদালতে হাজির করা হয়। লক্ষ্মীপুরের রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইমাম হোসেন গাজী, আবুল খায়ের গাজী, মো. সিদ্দিক আলী দেওয়ান, মো. হানিফ দেওয়ান, মো. হারুন বকসি, মো. শাহাদাত গাজী, খালিদ গাজী, জাকির হোসেন, আব্দুল মন্নান গাজী, মো. নেসার উদ্দিন, মো. মিজান সরদার, মো. খিজির ও তসলিম উদ্দিন। তারা সবাই উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল রায়পুরে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী জসিম উদ্দিন বেপারী। তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। নিহতের বাবা ফজল করিম বেপারী বাদী হয়ে গত ১৬ এপ্রিল রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোস্তফা কামাল ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম। নিহত জসিম ছিলেন ফারুক কবিরাজের অনুসারী এবং পেশায় ঢালাই শ্রমিক। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ছিল বলে জানিয়েছে পুলিশ। |