আজ বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
 / আন্তর্জাতিক / উত্তেজনার বিস্ফোরণ: ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে?
উত্তেজনার বিস্ফোরণ: ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে?
নতুন বার্তা, ঢাকা:
Published : Wednesday, 30 April, 2025 at 1:28 AM
উত্তেজনার বিস্ফোরণ: ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে? পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুই পরমাণু শক্তিধর দেশের এমন টানাপোড়েনে আবারও দক্ষিণ এশিয়ায় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্র এ উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই সংঘাতমুখী হয়ে উঠছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত এখন কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং পাকিস্তানে সামরিক অভিযানের সক্রিয় প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন। যদিও এমন পদক্ষেপ সাধারণত আন্তর্জাতিক সহায়তা চাইতে নেওয়া হয়, তবে চারজন জ্যেষ্ঠ কূটনীতিকের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ভারতের প্রচেষ্টা আসলে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদি ২৪ এপ্রিলের ভাষণে পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ না করলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস ও কঠোর শাস্তির হুমকি দিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় কয়েক রাত ধরে গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরে ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের দিকে প্রবাহিত নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণের ঘোষণা এবং পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সাথে কাশ্মীর সীমান্তের যুদ্ধবিরতির চুক্তি স্থগিত করেছে এবং নানা কূটনৈতিক চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে এমন পাল্টাপাল্টি পদক্ষেপ অস্বাভাবিক নয়, তবে বর্তমান পরিস্থিতির গুরুতর বেশি। বিশেষ করে যখন দুই দেশের নেতৃত্বের মধ্যে কঠোর অবস্থান পরিলক্ষিত হচ্ছে।

ভারতে মুসলিমবিরোধী মনোভাবও এই সময় বেড়েছে। কাশ্মীরি শিক্ষার্থীরা অন্যান্য শহরে নিপীড়নের শিকার হচ্ছেন। হামলার পাঁচ দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনও সন্ত্রাসী সংগঠনের নাম ঘোষণা করেনি এবং পাকিস্তানের সম্পৃক্ততারও খুব কম প্রমাণ প্রকাশ করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসী সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরছেন এবং প্রযুক্তিগত কিছু প্রমাণের কথা বলছেন।

বিশ্লেষকরা মনে করছেন, শক্ত প্রমাণের অভাব ভারতীয় কৌশলের দুটি দিক দেখায়; হয় ভারত তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে, অথবা বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে। ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তির বৃদ্ধির কারণে আন্তর্জাতিক চাপের তোয়াক্কা কমেছে। বিশেষ করে এখন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটে ব্যস্ত থাকায় ভারত তুলনামূলক স্বাধীনভাবে কাজ করতে পারছে।

ইরান ও সৌদি আরব উভয় পক্ষের সাথে যোগাযোগ করেছে এবং ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সংযমের আহ্বান জানালেও আন্তর্জাতিক মহলের সক্রিয়তা এখনো সীমিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানালেও কৌশলগতভাবে তারা এখন দক্ষিণ এশিয়াকে অগ্রাধিকার দিচ্ছে না। উল্লেখযোগ্যভাবে, এখনও ভারতে কোনও মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়নি, যা ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া নীতির গুরুত্বহীনতার ইঙ্গিত দেয়।
২০১৯ সালের কাশ্মীরের বড় হামলার সময়ের মতোই এবারও যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রতিক্রিয়া অনেকটা সতর্ক ও নিষ্ক্রিয়। তবে ২০১৯ সালে জইশ-ই-মুহাম্মদের নাম উঠে এসেছিল, যা এবার অনুপস্থিত। বর্তমানে হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে এক নতুন গোষ্ঠী, যাকে ভারতীয় কর্মকর্তারা লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন বলে সন্দেহ করছেন। হামলাকারীদের পরিচয় ও সংখ্যা নিয়েও এবার বেশ অনিশ্চয়তা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। পরে এক বিবৃতিতে টিআরএফ জানিয়েছে, হামলাটিকে তাদের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এ লক্ষ্যে টিআরএফের ডিজিটাল চ্যানেলে একটি হামলার দায় স্বীকারের পোস্ট প্রকাশিত হয়েছিল।সংগঠনটি দাবি করছে, সাইবার আক্রমণের ফলে এটি হয়েছে।

ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেননের মতে, মোদি সরকারের সামনে সামরিক পদক্ষেপ ছাড়া তেমন কোনো বিকল্প নেই। ২০১৬ ও ২০১৯ সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। ফলে এবারও জনগণের চাপ ও রাজনৈতিক প্রত্যাশার মুখে মোদি সরকার আগ্রাসী পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে। বিশেষ করে তারা সম্প্রতি কাশ্মীরকে নিরাপদ ও পর্যটকদের জন্য আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করছিল, অথচ এই হামলা সেই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে।

সবশেষ নরেন্দ্র মোদি হামলার জবাব দিতে ভারতীয় বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। এ সিদ্ধান্তের ফলে সেনাবাহিনী এখন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে। তবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। দেশটি ভারতের যেকোনো হামলার জবাবে বড় ধরনের প্রতিআক্রমণের হুমকি দিয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশই নিজেদের সামরিক সক্ষমতা অতিরঞ্জিত করে উপস্থাপন করছে, যা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী সম্প্রতি এক বক্তব্যে বলেন, ভারতের দিকে তাক করা আছে পাকিস্তানের ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র। ঘোরি, শাহিন, গজনবি মিসাইল প্রস্তুত রয়েছে এবং যেকোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে তারা সর্বাত্মক প্রস্তুত। বিশেষ করে, যদি ভারত সিন্ধু নদের পানি বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তান যুদ্ধের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

মূল সমস্যা হলো, দুই দেশের অতীত ইতিহাস—কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ—দেখিয়েছে যে কাশ্মীর ইস্যুতে সংঘাত কখনোই ছোট পরিসরে আবদ্ধ থাকে না। উভয় দেশই কাশ্মীরের পুরো অংশ নিজেদের দাবি করে এবং পাকিস্তানের সাথে বিরোধকে ভারত দ্বিপাক্ষিক সমস্যা হিসেবেই দেখে এসেছে। সুতরাং আন্তর্জাতিক হস্তক্ষেপ সীমিতই থাকবে বলে মনে করা হচ্ছে।

কৌশলগত জোটের দিক থেকে ভারত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে রয়েছে রাশিয়া, ফ্রান্স ও ইসরায়েল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রতি বেড়েছে। অপরদিকে পাকিস্তান ঐতিহ্যগতভাবে চীনের ঘনিষ্ঠ মিত্র এবং কিছু ক্ষেত্রে মার্কিন সমর্থন পেলেও তা সীমিত।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। তবে ভারত কোয়াড জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে আঞ্চলিক ভারসাম্য তৈরি করছে।

সব মিলিয়ে, ভারতের সামরিক প্রস্তুতি এবং পাকিস্তানের পাল্টা হুমকি দক্ষিণ এশিয়ায় একটি বড় সংঘাতের সম্ভাবনাকে উসকে দিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে একটি সামান্য ভুল হিসাব কিংবা ভুল বোঝাবুঝি বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো দ্রুত সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমিত করা, যাতে দুই দেশের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়ে। তবে বর্তমান বাস্তবতায় তা কতটা সম্ভব হবে, সেটি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


এই ক্যাটেগরির আরো সংবাদ
 
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার!
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার!
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্ধুর হবু বউকে (১৭) ধর্ষণের সময় ফয়সাল আহমেদ দুর্জয় (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ...
উত্তেজনার বিস্ফোরণ: ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে?
উত্তেজনার বিস্ফোরণ: ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে?
পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুই পরমাণু শক্তিধর দেশের এমন টানাপোড়েনে আবারও ...
পাকিস্তানকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিল চীন, উদ্বিগ্ন ভারত
পাকিস্তানকে ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিল চীন, উদ্বিগ্ন ভারত
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের ...
প্রধান উপদেষ্টা কথা বদলাবেন: ডাঃ শফিকুর রহমান
প্রধান উপদেষ্টা কথা বদলাবেন: ডাঃ শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশটা হোক সবার। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ...
বিশ্ব টিকাদান সপ্তাহে সিলেট নগরীতে সিসিকের শোভাযাত্রা
বিশ্ব টিকাদান সপ্তাহে সিলেট নগরীতে সিসিকের শোভাযাত্রা
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ইউনিসেফ সিলেটের সহযোগিতায় নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
রামুতে বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক
রামুতে বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক
কক্সবাজারের রামুতে বিভিন্ন এলাকায় একাধিক চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বেশ কয়েকটি ঘটনার পরেও জড়িতরা ...
রামু জামেয়াতুল উলূম আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
রামু জামেয়াতুল উলূম আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
রামু জামেয়াতুল উলূম আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় ...
পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ
পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ
“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৯ এপ্রিল) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ...
মাওলানা রইস হত্যার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ
মাওলানা রইস হত্যার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ
ঢাকার গাজীপুরে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের সুন্নি ...
১০
পঞ্চগড়ের বোদায় অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
পঞ্চগড়ের বোদায় অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
"তরুণ মন গড়ুক দেশ, জুয়ার নেশা করুক শেষ" এই শ্লোগান নিয়ে অনলাইন জুয়ার ভয়াল থাবা নির্মূলের লক্ষ্য নিয়ে এক সচেতনতামূলক ...
 
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী পরিবারের উপর হামলা
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী পরিবারের উপর হামলা
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের প্রবাসী পরিবারের উপর হামলার ঘটনা ঘটে। এতে নারী সহ ৩জন আহত হয়।সোমবার (২১এপ্রিল) সকালে সদর ...
ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া বিকল্প কিছু নাই
ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া বিকল্প কিছু নাই
বর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পরিস্থিতি একেবারেই ভিন্ন। দশকের পর দশক সময় ধরে চলা ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে ধ্বংসস্তূপে পরিণত ...
মালয়েশিয়ায় নির্মিত 'কোলকাতার ট্যুরিস্ট গাইড'
মালয়েশিয়ায় নির্মিত 'কোলকাতার ট্যুরিস্ট গাইড'
উদয়ীমান নাট্য অভিনেতা ফরহাদ বাবু। তিনি টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিত লাভ করেছেন। সম্প্রতি তাঁর  অভিনীত মালয়েশিয়ায় নির্মিত কোলকাতার ট্যুরিস্ট ...
ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসী গ্রেফতারের নির্দেশ
ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসী গ্রেফতারের নির্দেশ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় ...
শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান সফলতা অর্জন করে
শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠান সফলতা অর্জন করে
রামু সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক মোহাম্মদ হাছানুল ইসলাম। অধ্যক্ষ পদে যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ ...
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ আশপাশের ...
নির্বাচন বিলম্বিত করা মানে ৫ আগস্টের সঙ্গে বেঈমানি: আহমেদ আযম খান
নির্বাচন বিলম্বিত করা মানে ৫ আগস্টের সঙ্গে বেঈমানি: আহমেদ আযম খান
জাতীয় সংসদ নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ অভ্যত্থানের সঙ্গে বেঈমানী করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ...
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার
সম্প্রতি মেয়াদোত্তীর্ণ হওয়া এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার।এছাড়া বাংলাদেশের জন্য প্রস্তাবিত একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল ...
রামুতে বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন
রামুতে বাফুফে টেকনিক্যাল সেন্টারের প্রস্তাবিত জমিতে উচ্ছেদ আতংকিত গ্রামবাসীর মানববন্ধন
কক্সবাজারের রামুতে সরকারী জমি থেকে উচ্ছেদ আতংকে ভোগছে ৩ শতাধিক পরিবার। জীবনের একমাত্র সম্বল  বাসস্থান থেকে উচ্ছেদ না করার দাবীতে ...
১০
মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযান- আটক ৬
মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযান- আটক ৬
মৌলভীবাজার সদর থানার আওতাধীন চাঁদনীঘাট, সৈয়ারপুর রোড, কাশীনাথ রোড, ক্লাব রোড এবং কোর্ট রোড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com