/ সারাদেশ / চিন্ময় দাশকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মিছিলে হামলার অভিযোগে মারপিট
চিন্ময় দাশকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মিছিলে হামলার অভিযোগে মারপিট
নতুন বার্তা, রংপুর:
|
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকশ শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা জাহাজ কোম্পানী মোড় এলাকায় মিছিলে হামলার অভিযোগ তুলে গোল্ডেন টাওয়ার শপিং কমপ্লেক্সের পাশের এক মার্কেটে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় এক ব্যক্তিকে বেধড়ক মারপিট করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও আন্দোলনকারী হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জাহাজ কোম্পানী মোড়ে সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটলে রাত ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এসময় আন্দোলনকারীরা ‘জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে’ ‘চিন্ময় দাসের মুক্তি চাই, মুক্তি চাই মুক্তি চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন। রাত পৌনে ১০টা পর্যন্ত আন্দোলনকারী হিন্দু ধর্মাবলম্বীরা নগরীর জাহাজ কোম্পানী মোড়ে অবস্থান করছিলেন। আন্দোলনকারী যুবক স্বপন কুমার বলেন, কয়েকজন মানুষ আমাদের মিছিলের উপর হামলা চালিয়েছে। হামলার ঘটনায় আমার হাতের একটি আঙ্গুল রক্তাক্ত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়া না হলে আমাদের আন্দোলন চলবে। মোহিত কুমার বলেন, গোল্ডেন টাওয়ারের পাশের মার্কেট থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। আমরা প্রতিবাদ করলে তিনি মার্কেটের ভেতরে ঢুকে যান। পরে উত্তেজিত আন্দোলনকারী মার্কেট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আন্দোলনকারীদের সাথে কথা বলছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। |