![]() চিন্ময় দাশকে গ্রেপ্তারের প্রতিবাদে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মিছিলে হামলার অভিযোগে মারপিট
নতুন বার্তা, রংপুর:
|
আন্দোলনকারী যুবক স্বপন কুমার বলেন, কয়েকজন মানুষ আমাদের মিছিলের উপর হামলা চালিয়েছে। হামলার ঘটনায় আমার হাতের একটি আঙ্গুল রক্তাক্ত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়া না হলে আমাদের আন্দোলন চলবে। মোহিত কুমার বলেন, গোল্ডেন টাওয়ারের পাশের মার্কেট থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। আমরা প্রতিবাদ করলে তিনি মার্কেটের ভেতরে ঢুকে যান। পরে উত্তেজিত আন্দোলনকারী মার্কেট লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আন্দোলনকারীদের সাথে কথা বলছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। |